ব্রাহ্মণপাড়ায় কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে জাতীয় খেলা কাবাডি
Published : Monday, 5 April, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
আধুনিকতার ছোঁয়া ও কালের বিবর্তনে শিশু কিশোরদের মধ্যে আসছে নতুন নতুন খেলা। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার ও ঘরে ঘরে মোবাইল গেমের দৌরাত্ম্যে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী সব ধরনের খেলাধুলা। এর মধ্যে বাঙালির জাতীয় খেলা কাবাডি হারিয়ে যাচ্ছে বাঙালির মাঝ থেকে।
মহাকালের পাতা থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে গ্রামীণ খেলা। শিশুকিশোররা বই পুস্তকে খেলার নাম দেখলেও বাস্তবে খেলার সাথে নেই সম্পৃক্ততা। এসব হারিয়ে যাওয়া খেলায় যুক্ত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি (হাডুডু)।
এক সময় গ্রামাঞ্চলে পাড়ায় পাড়ায় অনুষ্ঠিত হতো হা-ডু-ডু বা কাবাডি খেলা। জাতীয় খেলা হিসাবে পরিচিত হা-ডু-ডু খেলা ছোট থেকে বৃদ্ধ বয়সের সকলেই অংশগ্রহণ করতো।
এক পাড়ার সাথে অন্য পাড়ার, গ্রাম বনাম গ্রাম, উপজেলা বনাম উপজেলা এমনকি জাতীয় পর্যায়েও হা-ডু-ডু খেলার প্রতিযোগিতার আয়োজন করা হতো। এ খেলাকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়তো চারদিকে। এক সময় গ্রামাঞ্চলের গ্রামীণ ঐতিহ্যের জনপ্রিয় খেলা ছিল হা-ডু-ডু। কালের বিবর্তনে আধুনিক খেলা আধুনিক বিজ্ঞানের ছোঁয়ায় প্রায় হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই হা-ডু-ডু বা কাবাডি খেলা।
এব্যাপারে এক সময়ের হা-ডু-ডু খেলোয়াড় ইরন মিয়া (৬৭) বলেন, আগের দিনে আমরা শীত মৌসুমে জ্যোৎস্নারাতে প্রায় দিনই এ খেলা খেলতাম। আমি ভাড়ায়ও দূর দূরান্ত এলাকায় খেলতে যেতাম। যেসব এলাকায় এ খেলার অনুষ্ঠান হতো সেইসব এলাকায় ঈদের মতো আমেজ বইতো ছোট বড় সব ধরনের মানুষের মধ্যে। এখনকার ছেলেদের মধ্যে নেই আর গ্রামীণ খেলার স্পৃহা। তাই তো হারিয়ে যেতে বসেছে সেইসব ঐতিহ্যবাহী গ্রামীণখেলা।
এদিকে এইসব ঐতিহ্যবাহী গ্রামীণখেলা হারিয়ে যাওয়ার পেছনে আধুনিক বিজ্ঞানের ছোঁয়া, অভিভাবকদের মধ্যে অনীহা ও এসব খেলার প্রতিকূল পরিবেশকে দায়ী করছেন সংস্কৃতিসমাজ।