মো. হাবিবুর রহমান, মুরাদনগর
বিএনপি চেয়ারপারসন সাবেক মন্ত্রী বেগম খালেদা জিয়া, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক ড. সাহিদা রফিকের রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন মেটাংঘর এলাকায় শনিবার সন্ধ্যায় ওই দোয়া মাহফিল হয়।
বাঙ্গরা বাজার থানা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি মামুনুর রশীদ সরকার। সভায় প্রধান অতিথি হিসেবে মোবাইল ফোনে ভার্চূয়ালী বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন। কুমিল্লা উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিমের উপস্থাপনায় দোয়া ও ইফতার অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রীম কোর্ট ইউনিটের সহ-সাধারণ সম্পাদক ব্যারিস্টার সরকার এস আর হাসান মামুন, ঢাকা বারের সদস্য এডভোকেট তাছলিমা আক্তার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিনাজুল হক, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এমরান হোসেন, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন হাজারী, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মোল্লা, সহ-দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন রাজু, কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের সহ-সভাপতি সাইফুল ইসলাম রকি, কুমিল্লা উত্তর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সহ-সভাপতি শরিফুল ইসলাম ভুইয়া, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক এমরান আহম্মেদ। দোয়া পরিচালনা করেন মাওলানা মিজানুর রহমান।