ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় ভূমি বরাদ্দ চেয়ে বেদে সম্প্রদায়ের স্মারকলিপি
Published : Monday, 3 May, 2021 at 7:57 PM
চান্দিনায় ভূমি বরাদ্দ চেয়ে বেদে সম্প্রদায়ের স্মারকলিপিরণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় বসবাসের জন্য ভূমি বরাদ্দ চেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ভূমিহীন বেদে সম্প্রদায়ের লোকজন।
সোমবার (৩ মে) দুপুরে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ এর নিকট ওই স্মারকলিপি প্রদান করেন তারা।
চান্দিনা উপজেলার হাড়িখেলা বেদে বাড়ির ভূমিহীন বেদে সম্প্রদায়ের পক্ষে সমাজ সভাপতি ক্বারী মো. আলাউদ্দিন কবিরাজ ওই স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে ভূমিহীন বেদে সম্প্রদায়ের লোকজনের মানবেতর জীবনের কথা উল্লেখ করে সরকারি খাস ভূমি বরাদ্দ দিয়ে তাদের দুঃখ-দুর্দশা লাঘবের আবেদন জানানো হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউনিয়ন সর্দার মাখন সর্দার, আক্কাস আলী, মো. খালেক মিয়া, মো. মুরাদ মিয়া, মো. রাজিব মিয়া, সজীব হোসেন, এবাদুল, আমির হোসেন, জুয়েল, মাঈনুদ্দিন, মনিলা, দেলোয়ারা, ফরহাদ প্রমুখ।
এব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ জানান, সহকারী কমিশনার (ভূমি) কে সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।