ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে ঈদ সামগ্রী বিতরণ
Published : Monday, 3 May, 2021 at 8:46 PM
দেবিদ্বারে ঈদ সামগ্রী বিতরণশাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লার দেবিদ্বারে সততা ডায়গনেষ্টিক সেন্টার’র উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সোমবার বিকালে প্রায় ১৫০জন দুস্থ  ও অসহায় মানুষের মাঝে পাঁচ কেজি চাল, এক কেজি সেমাই, এক কেজি চিনি, একটি গুড়া দুধ, তিন কেজি আলু, দুই কেজি পেঁয়াজ, দুই প্যাকেট বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে দেবিদ্বার প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক ভিপি ময়নাল হোসেন’র পরিচালনায় এবং ডা. ফরিদুল আলম’র সভাপতিত্ব করেন।
 প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রনী, ডা. গোলাম সারোয়ার, আইন সহায়তা কেন্দ্র (আসক) দেবিদ্বার শাখার সভাপতি ও ড্রিম ভয়েজ’র নির্বাহী সদস্য মো. কাউছার হায়দার। আরও উপস্থিত ছিলেন দেবিদ্বারে সততা ডায়গনেষ্টিক সেন্টার’র চেয়ারম্যান মো.সোহেল রানা, ভাইস চেয়ারম্যান মো. আবুল কালাম, ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দির রাজু।