অবহেলায়
১৩ বছর বৃদ্ধাশ্রমে কাটানো দাদাকে কলেজপড়ুয়া নাতি ঈদের আগের দিন বাসায়
নিয়ে আসে। বৃদ্ধ ফিরে পায় হারানো সংসার। সম্প্রতি এমনই এক গল্প নিয়ে
নির্মিত হয়েছে একটি বিজ্ঞাপন। এতে সেই বৃদ্ধের চরিত্রে অভিনয় করেছেন মাসুম
আজিজ। মিয়াজী পাপনের পরিচালনায় নির্মিত একটি গ্রুপ অব কোম্পানির এ
বিজ্ঞাপনটি শিগ্গির বিভিন্ন টিভি চ্যানেল ও অনলাইন মাধ্যমে প্রচার হবে বলে
নির্মাতা জানিয়েছেন। এতে অভিনয় প্রসঙ্গে মাসুম আজিজ বলেন, ‘গল্পটি সুন্দর।
বৃদ্ধাশ্রমে যারা থাকেন তারাও আশা করেন পরিবারের সঙ্গে সময় কাটাতে। সেটাই এ
গল্পে ফুটে উঠেছে। আশা করছি, বিজ্ঞাপনটি দেখে অনেকের বোধোদয় ঘটবে।’