চৌদ্দগ্রামে বিষপানে যুবকের আত্মহত্যা
Published : Tuesday, 4 May, 2021 at 12:00 AM
চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক বিরোধের জের ধরে জোবায়দুল
হক(১৮) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। জোবায়দুল হক উপজেলার
জগন্নাথদীঘি ইউনিয়নের আতাকরা গ্রামের মধ্যমপাড়ার খোরশেদ আলমের পুত্র।
সোমবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার এসআই রেজাউল করিম।
জানা
গেছে, জোবায়দুল হক নিজের পছন্দমতো একই ইউনিয়নের হাটবাইর গ্রামের এক মেয়েকে
বিয়ে করে। পরিবার তাঁর বিয়ে মেনে নেয়নি। এ কারণে জোবায়দুল হক বিদেশ যেতে
নিজ পরিবারের নিকট টাকা দাবি করে। এতে সাড়া না পেয়ে রোববার দুপুরে জোবায়দুল
হক বিষপানে আত্মহত্যা করে। খবর পেয়ে থানা পুলিশের একটি টিম লাশটি উদ্ধার
শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।