রাজধানীর পল্টন থানায় করা পৃথক দুই মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের ১৭ দিনের রিমান্ড চায় পুলিশ।
মঙ্গলবার (৪ মে) সাত দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। দুই মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার ১৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তিনি। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদারের আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২৬ এপ্রিল মতিঝিল ও পল্টন থানার নাশকতার দুই মামলায় মামুনুলের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৯ এপ্রিল মোহাম্মদপুর থানায় হত্যার উদ্দেশ্যে আঘাত করে গুরুতর জখম, চুরি মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।