ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সিপিবি নেতা প্রিন্স করোনাভাইরাসে আক্রান্ত
Published : Tuesday, 4 May, 2021 at 2:23 PM
সিপিবি নেতা প্রিন্স করোনাভাইরাসে আক্রান্তবাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় নেতা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রুহিন হোসেন প্রিন্স করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার সকালে প্রিন্স ও তার বড় মেয়ের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে বলে জানিয়েছেন, দলটির ঢাকা মহানগর সাধারণ সম্পাদক আহাম্মদ সাজেদুল হক রুবেল।
 তিনি বলেন, “রুহিন হোসেন প্রিন্স নিজের বাসাতেই আছেন। চিকিৎসকের পরামর্শ মেনে চিকিৎসা নিচ্ছেন।”

যোগাযোগ করা হলে রুহিন হোসেন বলেন, “আমি এবং আমার বড় মেয়ে আক্রান্ত হয়েছি। বাসায় আমার মা আছেন, তার রিপোর্ট নেগেটিভ এসেছে কিন্তু উপসর্গ আছে।”

করোনাভাইরাস সংক্রান্ত ‘গুরুতর কোনো অসুস্থতা’ তিনি এবং তার মেয়ের নেই বলেও জানান সিপিবি সম্পাদক প্রিন্স। মেডিসিন বিশেষজ্ঞ চন্দ্র শেখর বালার অধীনে তারা চিকিৎসা নিচ্ছেন।