Published : Monday, 7 June, 2021 at 11:41 AM, Update: 07.06.2021 12:56:32 PM
প্রধানমন্ত্রীর কাছ থেকে কোটি টাকা পাওয়ার পর প্রিমিয়ার লিগ শুরু করতে নড়েচড়ে বসেছে বাংলাদেশ হকি ফেডারেশন। এ মাসেই প্রিমিয়ারের ক্লাবগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিদের সঙ্গে লিগ নিয়ে আলোচনায় বসবেন ফেডারেশনের নতুন সভাপতি।
লিগ খেলার আগে বাংলাদেশ হকি ফেডারেশন সকল দলের কর্মকর্তা, খেলোয়াড়, অন্য স্টাফদের করোনাভাইরাসের টিকাগ্রহণ নিশ্চিতের নির্দেশ দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ জানিয়েছেন, ‘ক্রীড়া মন্ত্রণালয় থেকে লিগ শুরুর নির্দেশনা থাকায় আমরা সবার জন্য টিকার ব্যবস্থা করেছি। প্রত্যোক দলের খেলোয়াড়, অফিসিয়াল, লিগের সঙ্গে সম্পৃক্ত আম্পায়রসহ অন্যদের টিকাগ্রহণ বাধ্যতামূলক।’
যারা এখনো টিকাগ্রহণ করেননি তাদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর ফেডারেশনে প্রেরণের অনুরোধ করা হয়েছে।