রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও সাত জনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনা আক্রান্ত। তাদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিন জন এবং রাজশাহী, নাটোর, নওগাঁ ও পাবনার একজন করে রয়েছেন। রবিবার (৬ জুন) সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টার মধ্যে বিভিন্ন সময় তারা মারা যান।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, চলতি মাসের সাত দিনে (১ জুন সকাল ৬টা থেকে ৭ জুন সকাল ৬টা পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৬০ জন। এর মধ্যে ৪২ জনই মারা গেছেন করোনা শনাক্ত হওয়ার পর। বাকিরা উপসর্গ নিয়ে মারা যান। এর মধ্যে ১ জুন সাত জন, ২ জুন সাত জন, ৩ জুন নয় জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন আট জন, ৬ জুন ছয় জন ও সর্বশেষ ৭ জুন সাত জন মারা যান।
ডা. সাইফুল ফেরদৌস জানান, সোমবার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতালে ভর্তি রয়েছেন ২৩২ জন। এর মধ্যে আইসিউতে রয়েছেন ১৮ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২০ জন। তাদের মধ্যে রয়েছেন রাজশাহীর ১৬ জন, চাঁপাইনবাবগঞ্জের তিন জন ও নওগাঁর এক জন। একই সময় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।
এদিকে, রাজশাহীতে কিছুটা কমেছে করোনাভাইরাস সংক্রমণের হার। রবিবার রাজশাহীর দুটি ল্যাবে ৪৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৯৭ জনের করোনা পজিটিভ এসেছে। রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল দুটি ল্যাবের করোনার নমুনা পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
এতে দেখা যায়, রাজশাহীতে আগের দিনের চেয়ে রবিবার ৮ দশমিক ৯৮ শতাংশ কমে করোনা শনাক্তের হার ৪১ দশমিক ২৯ শতাংশ। যা আগের দিন শনিবার ছিল ৫০ দশমিক ২৭ শতাংশ। আর গত শুক্রবার এ জেলায় শনাক্তের হার ছিল ৪৯ দশমিক ৪৩ শতাংশ।
ডা. সাইফুল ফেরদৌস জানান, রবিবার দুই ল্যাবে তিন জেলার ৬০৫ জনের নমুনা পরীক্ষা করে ২৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহীর ৪৭৭ জনের নমুনা পরীক্ষা করে ১৯৭ জনের পজিটিভ এসেছে। আর চাঁপাইনবাবগঞ্জের ৪৪ জনের নমুনা পরীক্ষা করে নয় জন এবং নওগাঁ জেলার ৮৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের করোনা পজিটিভ এসেছে।