ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সুনীল ছেত্রীকে থামাতে হবে
Published : Monday, 7 June, 2021 at 12:29 PM
সুনীল ছেত্রীকে থামাতে হবেভারতীয় ফুটবল দলে এই মুহূর্তে সবচেয়ে বড় তারকা অধিনায়ক সুনীল ছেত্রী। এই ফুটবলার যে কোনো দলের জন্য ভয়ের কারণ হয়ে উঠতে পারেন। তার ফুটবল মেধা আর পায়ের কাজ দুর্দান্ত। যে কোনো রক্ষণে সুনীল ত্রাস সৃষ্টি করতে পারেন।

বাংলাদেশের বিপক্ষে সব সময় সুনীল বাড়তি উত্তেজনায় ভোগেন। কারণ এই ফুটবলার বহুবার বাংলাদেশের জয়ের সম্ভাবনাকে নষ্ট করে দিয়েছেন তার পারফরম্যান্স দিয়ে। মনে আছে—২০১৩ সালে নেপালে, সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এক গোলে এগিয়ে ছিল, সেই ম্যাচের শেষ দিকে টানটান উত্তেজনায় ভারতকে হার থেকে বাঁচিয়ে ছিলেন সুনীল। মামুনুল ইসলাম অহেতুক ফাউল করে বিপদে ঠেলে দিয়েছিলেন বাংলাদেশকে।

‘বাংলাদেশ-ভারত খেলা জমবে’

বক্সের বাইরে থেকে নিপুণ ফ্রিকিক থেকে বল সরাসরি জালে ঢুকে যায়। এর পরই ম্যাচ শেষ হয়। জয়ের দুয়ারে গিয়েও বাংলাদেশ এভাবে ফিরে এসেছিল একাধিক ম্যাচে। ৩৬ বছর বয়সি এই স্ট্রাইকার জাতীয় দলের জার্সি গায়ে ১১৫ ম্যাচ খেলে ৭২ গোল করেছেন। তার পারফরম্যান্স নিয়ে কখনো প্রশ্ন ওঠেনি। কারণ প্রশিক্ষণের ধ্যানধরন সম্পূর্ণ আলাদা। কঠোর পরিশ্রমী এই স্ট্রাইকার সুনীল এবারও বাংলাদেশের জালে বল রাখতে মরিয়া হয়ে উঠবেন।