ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শক্তিশালী আবাহনীকে হারিয়ে দিয়েছে খেলাঘর
Published : Monday, 7 June, 2021 at 2:03 PM
শক্তিশালী আবাহনীকে হারিয়ে দিয়েছে খেলাঘরমুশফিকসহ জাতীয় দলের তরুণ তারকাদের নিয়ে শক্তিশালী দল গড়েছিল আবাহনী লিমিটেড। এমন শক্তিশালী দল নিয়েও তারা পরাজয় বরণ করেছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির কাছে!

সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে ইমতিয়াজের ঝড়ো ব্যাটিংয়ে ১৬৪ রান সংগ্রহ করে খেলাঘর। সেই লক্ষ্যে ছুটতে গিয়ে আবাহনী থেমে গেছে ১৫৬ রানে। তাতে ৮ রানের জয় তুলে নেয় খেলাঘর।

১৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ১২ রানে দুই উইকেট হারিয়ে শুরুতে বিপদে পড়ে যায় আবাহনী। এরপর নাঈম শেখ ও নাজমুল হোসেন মিলে তৃতীয় উইকেটে দলের হাল ধরেছিলেন। কিন্তু তাদের ৮৫ রানের জুটি দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রানে থামে আবাহনীর ইনিংস।

ঢাকা লিগের আগের তিন ম্যাচে ১৩ রান করা নাজমুল শান্ত আজ রানের দেখা পেয়েছেন। ৩৩ বলে ৭ চার ও ১ ছক্কায় ৪৯ রানের ইনিংস খেলেছেন। নাঈমও ৪২ বলে ৩ চার ও ১ ছক্কায় ৪৯ রানে আউট হয়েছেন। লিগের প্রতিটি ম্যাচে দলের জয়ে অবদান রাখা মুশফিক এদিন আউট হয়েছেন মাত্র ৮ রানে! মোসাদ্দেক ২১ করলেও আফিফ ২২ রানে অপরাজিত ছিলেন।

খেলাঘরের বোলারদের মধ্যে ২৩ রানে দুই উইকেট নিয়ে দলের সেরা বোলার ছিলেন রনি চৌধুরী। এছাড়া খালেদ আহমেদ নিয়েছেন দুটি উইকেট।

এর আগে ইমতিয়াজ হোসেনের অনবদ্য ৬৬ রানের কল্যাণে ১৬৪ রানের সংগ্রহ দাঁড় করায় খেলাঘর। ৪৬ বলে  ৬ চার ও ৩ ছক্কায় ইমতিয়াজ নিজের ক্যারিয়ার সেরা ইনিংসটি সাজিয়েছেন। এছাড়া জাতীয় দলের বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে আসে ২৫ বলে ৩৩ রানের ইনিংস।

আবাহনীর বোলারদের মধ্যে তানজিদ হাসান সাকিব ও মোসাদ্দেক হোসেন দুটি করে উইকেট নিয়েছেন।

খেলাঘর চার ম্যাচের দুটিতে জিতে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে অবস্থান করছে। তবে শীর্ষে থাকা আবাহনী খেলাঘরের সঙ্গে হেরে ৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে।