ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শুরুর আগে বড় একটা ধাক্কা খেয়েছে স্পেন। অধিনায়ক ও অভিজ্ঞ মিডফিল্ডার সের্হিও বুসকেতসের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাসের উপস্থিতি। কোভিড-১৯ পরীক্ষায় বাকিদের নেগেটিভ ফল এসেছে।
লিথুনিয়ার বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে খেলা হচ্ছে না লুইস এনরিকের দলের। জাতীয় দলের পরিবর্তে ম্যাচটিতে খেলবে স্পেন অনূর্ধ্ব-২১ দল।
পরীক্ষার ফল পজিটিভ আসায় বার্সেলোনার ৩২ বছর বয়সী মিডফিল্ডার বুসকেতসকে আইসোলেশনে নেওয়া হয়েছে।
উয়েফা ও স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে খেলোয়াড় এবং স্টাফ সবারই স্পেনের লাস রোজাসের সদর দফতরে অবস্থান করতে হবে। দলীয় অনুশীলনের পরিবর্তে আপাতত খেলোয়াড়দের একক অনুশীলনে প্রস্তুতি নিতে হবে।
১৪ জুন ‘ই’ গ্রুপে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে সুইডেনের মুখোমুখি হবে স্পেন। তাদের গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ পোল্যান্ড ও স্লোভাকিয়া।