সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং ।। “ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল,” এই স্লোগানকে সামনে রেখে বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহ ২০২১ পালিত হয়েছে।
সোমবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলা ভূমি অফিস কার্যালয়ের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ সাবিনা ইয়াছমিন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা তাহমিদা আক্তার।
বক্তব্য রাখেন উপজেলা ভূমি অফিসের সাটিফিকেট পেশকার ( নাজির) মোঃ জাহিদুল ইসলাম।
এসময় আরও বক্তব্য রাখেন ময়না মতি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, বুড়িচং সদর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম ভূইয়া, ষোলনল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা লাভলী আক্তার, রাজাপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এম সাইফুল্লাহ, বাকশীমুল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এম আনোয়ার হোসেন, পীর যাত্রাপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাহেস্তা খান, ভারেল্লা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা লাভলী আক্তার, ও মোকাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এম, আব্দুল হালিম প্রমুখ।
আগামী ৩০ জুন থেকে ম্যানুয়াল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর নেওয়া বন্ধ হবে।
এখন থেকে প্রতি বছর অনলাইনে নেওয়া হবে জমির খাজনা। তাই সকল শ্রেণির ভূমি মালিকদের রেজিস্ট্রেশনের আওতায় আসার আহ্বান জানানো হয়।