টোকিওতে বাতিল অলিম্পিক মশাল দৌড়
Published : Thursday, 8 July, 2021 at 12:00 AM
টোকিও
রাস্তায় এবারের অলিম্পিক মশাল দৌড় বাতিল করা হয়েছে। গেমসের আগে করোনার
সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জনগণের অংশগ্রহণে এই ইভেন্ট আয়োজনের কথা ছিল শুক্রবার্ কিন্তু তার পরিবর্তে অনলাইন আতশবাজি জ্বালিয়ে মুহূর্তটা উদযাপন করা হবে।
শুধুমাত্র শহর থেকে দূরবর্তী দ্বীপ ওগাসাওয়ারায় পরিকল্পনামতো মশাল দৌড় হবে।
নিজ
দেশের জনগণের বিরোধিতা উপো করে আগামী ২৩ জুলাই শুরু হচ্ছে এবারের
অলিম্পিক। করোনার সংক্রমণ তীব্র হওয়ায় গেমস বাতিল বা স্থগিতের দাবিতে
রাস্তায় নেমে এসেছিল জাপানিরা।
দেশজুড়ে গত মার্চে শুরু হয়েছিল মশাল দৌড়। কিন্তু বেশিরভাগ ইভেন্টই বাতিল করা হয়। এবার টোকিওতেও হচ্ছে না এই আয়োজন।