অলিম্পিকে খেলবেন না সুইস তারকা রজার ফেদেরার। গত বছর হাঁটুর অস্ত্রোপচারের কারণে টেনিস থেকে বিরতি নিয়েছিলেন ফেদেরার। সেই হাঁটুর চোটটা ভুগিয়েই যাচ্ছে তাকে। এখনো অলিম্পিকে একক শিরোপা জিততে পারেননি ফেদেরার।
৩৯ বছর বয়সী ফেদেরার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ‘ঘাসের কোর্টের মৌসুম চলার সময়েই আমি হাঁটুর চোটে আক্রান্ত হই। আমি মেনে নিয়েছি, আমাকে টোকিও অলিম্পিক গেমস থেকে সরে দাঁড়াতেই হবে। আমি খুবই হতাশ। আমি চোটের পুনর্বাসন শুরু করে দিয়েছি। আশা করব, সামনের গ্রীষ্মেই আবার কোর্টে ফিরতে পারব। গোটা সুইস দলকে আমার শুভকামনা।’
২৩ জুলাই থেকে জাপানের টোকিওতে শুরু হবে অলিম্পিক। কিছুদিন আগে টেনিসের আরেক মহাতারকা রাফায়েল নাদালও অলিম্পিক না খেলার ঘোষণা দিয়েছেন।