'সবাইকে বলে এসেছিলাম, প্রথম বলেই ছক্কা মারব'
Published : Tuesday, 20 July, 2021 at 12:00 AM
শ্রীলঙ্কার
প্রথম সারির দলকে তাদের মাটিতে পাত্তাই দিল না ভারতের 'তৃতীয় সারি'র দল।
প্রথম ওয়ানডেতে ভারত জিতেছে টসে জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৯
উইকেটে ২৬২ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে ৭ উইকেট হাতে রেখে হেসেখেলে জিতে
যায় ভারত। তিন নম্বরে ব্যাটিং করতে নামা ঈশান কিষানের গতকাল অভিষেক হয়েছে।
শিখর ধাওয়ানের সঙ্গে ৯৫ রানের জুটি গড়েছেন। সবচেয়ে বড় কথা, আন্তর্জাতিক
ক্রিকেটে মোকাবেলা করা প্রথম বলটাকেই তিনি উড়িয়ে সীমানার বাইরে ফেলেছেন।
৪২
বলে ৮ চার ২ ছক্কায় ৫৯ রান করেন ইশান। এর মধ্যে একটি ছক্কা প্রথম বলে।
ধনাঞ্জায়া ডি সিলভাকে ডাউন দ্য উইকেটে এসে লং অনের ওপর দিয়ে বিশাল এক ছক্কা
হাঁকান। পরের বলটি কাভার পয়েন্ট অঞ্চল দিয়ে মাটি কামড়ে পাঠিয়ে দেন সীমানার
বাইরে। শেষ পর্যন্ত কিষানের ঝড় থেমেছে ১৭.৫ ওভারে। ম্যাচের পর জানা যায়,
ব্যাট করতে নামার সময় সতীর্থদের বলেকয়ে এসেই আন্তর্জাতিক ওয়ানডেতে নিজের
প্রথম বলে ছক্কা হাঁকিয়েছেন!
ভারতের ১৬তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে
অভিষেকে হাফসেঞ্চুরি করার কীর্তি গড়েছেন ইশান। সনিকে দেওয়া সাাতকারে
বাঁহাতি এই ব্যাটসম্যান বলেন, 'ক্রিজে নামার আগেই সবাইকে বলে এসেছিলাম, আমি
প্রথম বলে ছক্কা মারব। বল যেখানেই পিচ করুক না কেন, আমি ছক্কা মারবই। সবাই
জানত এটা। কারণ পিচ ভালো ছিল। সবকিছু আমার পে ছিল। আজ আমার জন্মদিনও ছিল।
সেইসঙ্গে এটাই আমার ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ম্যাচ।'