চাপ বাড়লেও মহাসড়কে জট নেই
Published : Tuesday, 20 July, 2021 at 12:00 AM
মাসুদ আলম।। কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তারমধ্যে ঢাকা লেনের তুলনায় চট্টগ্রাম লেনে যাত্রীবাহী পরিবহনসহ সবধরনের গাড়ির সংখ্যা বেড়েছে। মাঝে মাঝে মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে গাড়ির ধীরগতির দেখা দিচ্ছে। মহাসড়কের যানবাহনের চাপ বাড়ায় কুমিল্লার মেঘনা ও গোমতী সেতুর টোলপ্লাজা এলাকায় হালকা জটের সৃষ্টি হলেও তাহা স্থায়ী হচ্ছে না। জটমুক্ত মহাসড়কের কুমিল্লার ১০৪ কিলোমিটার অংশে ঈদে ঘরমুখো মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছেন। মহাসড়ক নিরাপদ ও নির্বিঘœ রাখতে সার্বক্ষণিক টহলে রয়েছে পুলিশ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশ যানজট মুক্ত বিষয় নিশ্চিত করে সোমবার (১৯ জুলাই) সকালে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম জানান, ঈদুল আজহা ঘনিয়ে আসায় মহাসড়কে যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়ছে। সামনে ঈদকে ঘিরে কর্মস্থল থেকে মানুষ বাড়ি ফিরতে শুরু করায় মাহসড়কে যাত্রীবাহী পরিবহনের সংখ্যাও বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে মহাসড়কে পণ্যবাহী ও কোরবানির পশুবাহী গাড়ির সংখ্যাও। মহাসড়কে যানবহনের ধীরগতি বা কোন জট নেই। যানজট মুক্ত পরিবেশে ঈদে ঘরমুখো স্বস্তিতে মানুষে বাড়ি ফিরছেন। নেই কোন ভোগান্তিরও।