ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হুমায়ূন মুন্শী’র মানহানি মামলা
Published : Tuesday, 20 July, 2021 at 12:00 AM
কুমিল্লা দক্ষিণ জেলা সদ্য বিলুপ্ত জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব হুমায়ূন কবির মুন্শী গতকাল ১৯ জুলাই ২০২১ইং তারিখে বিজ্ঞ সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে জাতীয় পার্টির কতিপয় ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে মানহানীর মামলা দায়ের করেছেন।
মামলার ৪ আসামী হচ্ছেন জাহাঙ্গীর আলম, কাজী নাজমূল, মাহাবুব আলম সেলিম ও ওবায়দুল কবির মোহন।
মামলায় অভিযোগ করা হয়, আসামিরা নিজ ফেসবুক আইডি ও বেনামী আইডির মাধ্যমে পরস্পর যোগসাজশে বাদীর বিরুদ্ধে নানা রকম মিথ্যা বানোয়াট ও মানহানীকর পোস্ট দেয় যা আইনের দৃষ্টিতে দন্ডনীয় অপরাধ।
কুমিল্লা-৫ আসনের উপ নির্বাচনকে কেন্দ্র করে গত ১৭ জুন ২০২১ইং তারিখে জাতীয় পার্টির প্রার্থী জসিম উদ্দিন ও আওয়াম লীগের প্রার্থী এডভোকেট আবুল হাশেম খান এর মনোনয়নপত্র যাচাই-বাছাই বৈধ ঘোষণার পর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কক্ষে ফটোসেশনে মিলিত হন। ঐ ফটোসেশনে আওয়ামী লীগের প্রার্থী এডভোকেট আবুল হাশেম খানের এক পাশে মামলার বাদী হুমায়ূন মুন্শী অন্য পাশে জাপা প্রার্থী জসিম উদ্দিন ও আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ এর ছবি পরদিন ১৮ জুন পত্রিকায় ছবিসহ প্রকাশিত হয়। এই ছবিটি পুজি করে মামলার প্রধান আসামি জাহাঙ্গীর আলম এটাকে মনোনয়নপত্র প্রত্যাহারের ছবি সাজিয়ে এবং বাদীসহ ৩ জন আওয়ামীলীগ প্রার্থী থেকে ৫৫ লক্ষ টাকার বিনিময়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে মর্মে নিজ পেইজ আইডিতে পোস্ট দেয়।
অথচ জাতীয় পার্টির প্রার্থী জসিম উদ্দিন স্বয়ং একা আওয়ামীলীগের প্রার্থী এডভোকেট আবুল হাশেম খান ও তাঁর দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে গত ২০ জুন ২০২১ইং তারিখে মনোনয়নপত্র প্রত্যাহার করেন এবং পরদিন পত্রিকায় নিউজ হয়। এতে প্রমাণিত হয় প্রধান আসামী তথ্য সন্ত্রাসের আশ্রয় নিয়েছেন।
মামালায় না গিয়ে বাদীর আরও কোন উপায় ছিল না বিধায় বিজ্ঞ সদর আদালতে মামলা রুজু করতে বাধ্য হয়েছেন।