সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সিলেটের ১০ ও হবিগঞ্জের দুই জন রয়েছেন। মঙ্গলবার (৩ আগস্ট) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অধিদফতর সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মোট ৭২৮ জন মারা গেছেন। তাদের মধ্যে সিলেট জেলার ৫৮১, সুনামগঞ্জের ৫২, হবিগঞ্জে ৩৪ ও মৌলভীবাজারের ৬১ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৭১০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সিলেট জেলার ৪০৬, সুনামগঞ্জের ৮৭, হবিগঞ্জের ১৫৩ ও মৌলভীবাজারের ৬৪ জন।
সবমিলিয়ে বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৪২ হাজার ১৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ২৬ হাজার ২২১ জন, সুনামগঞ্জে চার হাজার ৯০৫, হবিগঞ্জে পাঁচ হাজার ৭৬ ও মৌলভীবাজারে পাঁচ হাজার ৮১৩ জন।
গত ২৪ ঘণ্টায় ৩৫৯ জন সুস্থ হয়েছেন। নতুন সুস্থদের মধ্যে সিলেট জেলায় ২৫৬ জন, সুনামগঞ্জের ২৯, হবিগঞ্জের ২৩ ও মৌলভীবাজারে ৫১ জন। সবমিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা ৩১ হাজার ৬৭০ জন। তাদের মধ্যে সিলেট জেলার ২১ হাজার ৬৬৬, সুনামগঞ্জের তিন হাজার ৪২২, হবিগঞ্জের দুই হাজার ৫৮০ ও মৌলভীবাজারের চার হাজার দুই জন।