গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জে ৩২৭টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৯৯ জনের। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৬০ দশমিক ৮৫ শতাংশ। এ সময়ে চিকিৎসাধীন অবস্থায় করোনায় মারা গেছেন একজন। মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা।
তিনি জানান, ‘নতুন আক্রান্ত ১৯৯ জনের মধ্যে মানিকগঞ্জ সদরে ৯২ জন, সাটুরিয়ায় ৩১ জন, ঘিওরে ৩১ জন, শিবালয়ে ২০ জন, দৌলতপুরে ১২ জন, হরিরামপুরে ১০ জন এবং সিংগাইর উপজেলায় রয়েছেন ৩ জন। জেলায় এ পর্যন্ত ৩২ হাজার ৯৬০টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৬০৫ জনের। এরমধ্যে সুস্থ হয়েছেন তিন হাজার ২৬৫ জন। আক্রান্তরা হাসপাতাল ও নিজ নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ৮৪ জন।’