করোনা আক্রান্ত বাবা-মার পাশে থাকতে জিম্বাবুয়ে সফরের মাঝ পথে হঠাৎ করেই দেশে ফেরেন মুশফিকুর রহিম।
জৈব সুরক্ষা বলয়ের বাহিরে চলে যাওয়া মুশফিককে অস্ট্রেলিয়া সিরিজে দলে ফেরাতে অনেক চেষ্টা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু অসিদের জৈব সুরক্ষা বলয়ের কঠিন শর্তের কারণে সম্ভব হয়নি।
জাতীয় দলের এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে ছাড়াই সন্ধ্যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠের লড়াইয়ে নামছে বাংলাদেশ দল।
অস্ট্রেলিয়া সিরিজে মুশফিকে দলে না পেয়ে হতাশা প্রকাশ করে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, মুশফিক আমাদের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তিনি দলে না থাকায় আমি খুবই হতাশ। তবে খেলোয়াড় হিসেবে এগুলো আমাদের হাতে নেই। এই ব্যাপারে আমরা কিছুই করতে পারব না, তাই শুধু শুধু আমরা এ নিয়ে খুব বেশি চিন্তা করছি না। যা হওয়ার তা তো হয়েই গেছে। সিরিজটা কী করে ভালোভাবে শুরু এবং শেষ করা যায় সেটাই আমাদের প্রধান লক্ষ্য।
শুধু মুশফিকুর রহিমই নন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে হোম সিরিজে দলে নেই তামিম ইকবাল। ইনজুরির কারণে খেলতে পারছেন না দেশ সেরা এ ওপেনার। দলে নেই অভিজ্ঞ ওপেনার লিটন কুমার দাসও। অসুস্থ শ্বশুরের পাশে থাকতে এই সিরিজে তিনি খেলতে পারছেন না।