Published : Thursday, 5 August, 2021 at 12:00 AM, Update: 05.08.2021 12:21:51 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় দোকান মালিক সমিতির উদ্যোগে আট শতাধিক দোকান-কর্মীর
মাঝে উপহার হিসেবে খাদ্য সহায়তা প্রদান করা হয়। বুধবার বিকালে শহীদ
ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব
খাদ্যসামগ্রী বিতরণ করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব আ ক ম
বাহাউদ্দিন বাহার।
কুমিল্লা দোকান মালিক সমিতির সভাপতি সানাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক আতিক উল্লাহ খোকন।
এসময়
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, সমিতির
সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম, রেজাউল করিম রতন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন
সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন চকবাজার মার্চেন্ট এসোসিয়েশনের সাধারন
সম্পাদক আলী আশ্রাফ, চকবাজার ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক পারভেজ,
ব্যবসায়ী নেতা মাহবুব মেহেদী, মোস্তাফিজুর রহমান বিপুসহ অন্যান্যরা।
খাদ্য সহায়তা হিসেবে জনপ্রতি পাঁচ কেজি চাউল, ডাল এক কেজি, পেয়াজ এক কেজি, আলু দুই কেজি, তৈল এক কেজি।
অনুষ্ঠানে
প্রধান অতিথি সাংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার বলেন প্রধানমন্ত্রী বিশে^র
বিভিন্ন স্থান থেকে টিকা আনছেন। দেশের জনগণকে গণটিকার ব্যবস্থা করছেন।
আপনারা দোকান কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে টিকা গ্রহণ করবেন।