ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পর্দা নামলো টোকিও অলিম্পিকের
Published : Monday, 9 August, 2021 at 12:00 AM
করোনার মধ্যেই সফলভাবেই শেষ হলো টোকিও অলিম্পিক। আজ ছিল সমাপ্তি অনুষ্ঠান। জাপানের রাজধানী টোকিওতে বসেছিল ১১ হাজারেরও বেশি অ্যাথলেটের মিলনমেলা। শুরুতেই ছিল বিভিন্ন দেশের অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের আনন্দমুখর উপস্থিতি। সঙ্গে ছিল আরো কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী। আয়োজক, সম্প্রসারক, স্বেচ্ছাসেবক থেকে শুরু করে অন্তত ২৫ থেকে ৩০ হাজার মানুষের কর্মযজ্ঞ।
টোকিও অলিম্পিকে শ্রেষ্ঠত্ব বজায় রাখল মার্কিন যুক্তরাষ্ট্র। ৩৯টি সোনা, ৪১টি রুপা ও ৩৩টি ব্রোঞ্জ জিতে। সবমিলিয়ে এবার মার্কিন যুক্তরাষ্ট্র জিতল ১১৩টি পদক। রিও অলিম্পিকে মার্কিনদের মোট পদকের সংখ্যা ছিল ১২১। ৪৬টি সোনা, ৩৭টি রুপো ও ৩৮টি ব্রোঞ্জ মার্কিন প্রতিযোগীরা জিতেছিলেন আগের অলিম্পিক থেকে।
গতকাল অবধি সোনা জয়ের নিরিখে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে ৩৮-৩৬ ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থানে ছিল চীন। মার্কিন যুক্তরাষ্ট্র শেষ দিনে তিনটি সোনা জিতে চীনকে সরিয়ে পদক তালিকার এক নম্বর জায়গা দখল করল। অলিম্পিকের শেষ দিনে নারীদের বাস্কেটবলে আজ জাপানকে হারিয়ে ৩৭তম সোনা নিশ্চিত করে মার্কিন যুক্তরাষ্ট্র। এর পরের দুটি সোনা এনে দেন সাইকিস্ট জেনিফার ভালেন্টে ও মার্কিন ভলিবল দলের নারী খেলোয়াড়রা। নারী ভলিবলে আমেরিকার এটি প্রথম সোনা। এই তিনটি সোনা জিতে শেষ ল্যাপে চীনকে টেক্কা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র।
টোকিও অলিম্পিকে দুই থেকে পঞ্চম স্থানে রইল যথাক্রমে চীন, জাপান, গ্রেট ব্রিটেন ও রাশিয়ান অলিম্পিক কমিটি। রিও অলিম্পিকে পাঁচে থাকা জার্মানি এবার শেষ করল নবম স্থানে থেকে। এবারের অলিম্পিকে ৩৮টি সোনা, ৩২টি রুপা ও ১৮টি ব্রোঞ্জ ঝুলিতে পুরে ৮৮টি পদক নিয়ে দেশে ফিরবে চীন।
জাপান জিতেছে ২৭টি সোনা, ১৪টি রুপা ও ১৭টি ব্রোঞ্জ-সহ ৫৮টি পদক। ২২টি সোনা, ২১টি রুপা ও ২২টি ব্রোঞ্জ জিতে মোট ৬৫টি পদক-সহ চারে রইল গ্রেট ব্রিটেন। রাশিয়ান অলিম্পিক কমিটি জিতেছে ২০টি সোনা, ২৮টি রুপা ও ২৩টি ব্রোঞ্জ-সহ ৭১টি পদক।
রিও অলিম্পিকে গ্রেট ব্রিটেন ছিল দুইয়ে, এবার নেমে এসেছে চারে। রিও অলিম্পিকে চীন ও রাশিয়া ছিল যথাক্রমে তিনে ও চারে। ছয়ে ছিল জাপান, আয়োজক দেশ হিসেবে তারা এবার পদক তালিকায় উঠে এসেছে চীনের পরেই, তৃতীয় স্থানে। টোকিও অলিম্পিকের পদক তালিকায় ছয় থেকে দশে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ফ্রান্স, জার্মানি ও ইতালি।