ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মেয়রের বিরুদ্ধে টিকা পুশ করার অভিযোগ
Published : Monday, 9 August, 2021 at 12:00 AM
ধামরাইয়ে করোনার গণটিকা দান কর্মসূচিতে স্বাস্থ্যকর্মীর পরিবর্তে পৌর মেয়র নিজেই এক ব্যক্তিকে টিকা পুশ করেছেন  বলে অভিযোগ উঠেছে। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা। ছবিতে সামাজিক দূরত্ব না মেনে উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে।  
যদিও মেয়রের দাবি টিকা পুশ করেননি তিনি। ছবির পোজ দেওয়ার জন্যই সিরিঞ্জ নিয়ে দাঁড়িয়েছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সারাদেশের মতো শনিবার (৭ আগস্ট) সকাল থেকেই ধামরাই পৌরসভা ভবন কেন্দ্রে টিকা দান কার্যক্রম শুরু হয়। টিকা দেওয়ার আনুষ্ঠানিকতা হিসেবে পৌর মেয়র এক ব্যাক্তিকে টিকা পুশ করেছেন। এছাড়া অপর এক ব্যক্তিকেও টিকা পুশ করানোর জন্য হাতে সিরিঞ্জ নিয়ে টিকার ডোজ ভরতে দেখা গেছে তাকে।
এ সময় ঘটনাস্থলে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর আরা রিফাত। ছবিতে মেয়রের টিকা দেওয়ার সময় তাদেরকেও সামাজিক দূরত্ব না মেনে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
এদিকে এক ব্যক্তিকে করোনার টিকা পুশ করার মেয়রের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে মুহূর্তেই তা ভাইরাল হয়। দায?িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সামনে দক্ষতা ও প্রশিক্ষণ ছাড়াই মেয়রের টিকা দেওয়ার বিষয়ে শুরু হয় তীব্র সমালোচনা।
নাম প্রকাশ না করার শর্তে এক চিকিৎসক বলেন, করোনার টিকা বা যেকোনও টিকা দিতে দক্ষতা ও প্রশিক্ষণ প্রয়োজন। এছাড়া কেউ এ ধরনের কাজ করলে বিষয়টি সঠিক হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফাত আরা বলেন, টিকার উদ্বোধনের সময় তিনি সেখানে ছিলেন। তবে মেয়র ছবি তোলার জন্যই দাঁড়িয়েছিলেন, টিকা পুশ করেননি। সেখানে আমাদের স্বাস্থ্যকর্মী ছিলেন। মেয়রকে টিকা পুশ করতে দেওয়ার কোনও সুযোগ নেই বলেও জানান তিনি।
একই কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনিও বলেন, গণটিকা দেওয়ার কর্মসূচিতে তিনি ছিলেন। তবে সেখানে মেয়র টিকা পুশ করেননি।
ধামরাই পৌর মেয়র গোলাম কবির মোল্লা বলেন, আমি ওই ব্যক্তিকে টিকা পুশ করিনি। তবে স্থানীয় স্থানীয় সংবাদ কর্মীদের অনুরোধে তিনি ফটোসেশনের জন্য সিরিঞ্জ হাতে নিয়ে টিকা পুশের পোজ দিয়েছিলেন। এছাড়াও ওই ব্যক্তিকে আগেই টিকা দেওয়া হয়েছিল। পরে আমি শুধু ফটোসেশন করেছি।