রেলের শতভাগ টিকিট বিক্রি হবে
Published : Monday, 9 August, 2021 at 12:00 AM
কঠোর বিধিনিষেধ শিথিল হওয়ার পর আগামী ১১ আগস্ট থেকে রেলের শতভাগ টিকিট বিক্রি হবে।
রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাসত আলী জানান, আগামী ১১ আগস্ট থেকে ট্রেন চলাচল নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করেছে বাংলাদেশ রেলওয়ে। ৫০ শতাংশ নয়, টিকিট বিক্রি হবে শতভাগ।
তিনি জানান, শতভাগ টিকিটের ৫০ শতাংশ অনলাইন ও ৫০ শতাংশ কাউন্টারে বিক্রি হবে। সোমবার সকাল থেকে খুলছে কাউন্টার।
রোববার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের জানানো হয়েছে, ১১ আগস্ট থেকে আসন সংখ্যার পূর্ণ যাত্রী নিয়ে দেশের সব গণপরিবহন চলাচল করতে পারবে।
সরদার সাহাদাকত আলী জানান, ১১ আগস্ট থেক ৩৮ জোড়া আন্তঃনগর ও ১৯ জোড়া মেইল কমিউটার চলাচল শুরু করবে।