"বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি "শ্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ২০২১ উদযাপন উপলক্ষে উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রবিবার সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মনোহরগঞ্জ উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ কমিটির উদ্দেগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাষ্টার আবদুল কাইয়্যুম চৌধুরী।
সদস্য সচিব ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌহিদ হাসান এর সার্বিক তত্বাবধানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাচন অফিসার নাজির হোসেন, কৃষি অফিসার সুজন কুমার ভৌমিক।
শাহাদাত হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মৎস্য চাষী শহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের সকল কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও মৎস্য চাষীগণ।
দিবসটি পালনে কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা সভা, ৫জনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয় যথাক্রমে প্লাবন ভূমিতে প্রথম বার সমাজভিত্তিক মাছ চাষে সফলতা,নারী মৎস্য চাষী উদ্যোক্তা,সফল মৎস্য চাষী, মৎস্য সম্প্রসারণ কর্মী,শুদ্ধাচার পূরণকারী।
মাছের পোনা অবমুক্ত করণ,মৎস্য চাষীদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। মৎস্য চাষ আমাদের এখন আয়ের অন্যতম একটি উৎস।আমরা সকলের আন্তরিক প্রচেষ্টায় এটাকে আরো এগিয়ে নিতে চাই।