ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
রণবীর ঘোষ কিংকর।
Published : Sunday, 29 August, 2021 at 8:51 PM
চান্দিনায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা'বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি' এই শ্লোগান কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কুমিল্লার চান্দিনায় র‌্যালি ও আলোচনা সভা হয়। রবিবার (২৯ আগস্ট) সকালে চান্দিনা উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী হয়েছে। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার এর সভাপতিত্বে বক্তৃতা করেন- উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফারুক ময়েদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মনিরুল হক রোমেল, খামার ব্যবস্থাপক শতাব্দী রায়, উপজেলা সমবায় অফিসার মোবারক হোসেন, তথ্য সেবা কর্মকর্তা সেলিনা আক্তার সুমী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন- ফিল্ড এসিস্ট্যান্ট মো.মনির হোসেন, সুজয় চন্দ্র রায়।