'আফিফ-শামীম-শান্তদের ফিল্ডিং উপভোগ করি'
Published : Monday, 30 August, 2021 at 12:00 AM
বাংলাদেশে
'দুর্র্ধষ ফিল্ডার' বলতে যা বোঝায়, সে রকম কখনোই ছিল না। সাব্বির রহমান,
নাসির হোসেনরা একসময় দারুণ ফিল্ডিং করতেন। কিন্তু অনিয়ন্ত্রিত জীবনের কারণে
দুজনেই হারিয়ে গেছেন। এখন দেশের ক্রিকেটে 'ভালো ফিল্ডার' হিসেবে আশা
জাগাচ্ছেন শামীম হোসেন পাটোয়ারী। এ ছাড়া আফিফ হোসেন ধ্রুব, নাজমুল হোসেন
শান্তরাও আছেন। টি-টোয়েন্টিতে ফিল্ডারদের অবদান নিয়ে বলতে গিয়ে এই তরুণদের
কথা উঠে এলো আরেক তরুণ অল-রাউন্ডার শেখ মেহেদী হাসানের মুখে।
বিসিবির
ভিডিও বার্তায় শেখ মেহেদী বলেন, 'টি-টোয়েন্টিতে ফিল্ডিংটা অবশ্যই
গুরুত্বপূর্ণ। একটা ভালো রান-আউট, একটা ভালো ক্যাচ দলের মোমেন্টাম চেঞ্জ
করে দেয়। টি-টোয়েন্টি খেলা হলো হাই ইনটেনসিটির খেলা, এখানে হাই
ইনটেনসিটিতেই ফিল্ডিং করতে হয়। এখানে অপশন কম থাকে, সময় কম থাকে। তো যেদিন
যে রিকভারি ভালো করে করতে পারে, সেই ফিল্ডিং সাইটটা এগিয়ে নিতে পারে। এখানে
১৫-১০ রান বাঁচাতে পারলেই দলের জন্য তা অনেক বড় পার্থক্য তৈরি হয়ে যায়।
আফিফ, শামীম, শান্তদের মতো ভালো ফিল্ডার আছে আমাদের দেশে। ম্যাচ চলাকালীন
ওদের ফিল্ডিং আসলে আমরা খুব উপভোগ করি। ওদের থেকে আমরা, বিশেষ করে আমি
শিখতে চাই যে ওরা এত ভালো ফিল্ডিং কীভাবে করে?'
অস্ট্রেলিয়া সিরিজে
লোয়ার মিডল অর্ডারে ব্যাট করতে হয়েছে মেহেদীকে। শেষ ম্যাচে অবশ্য তাকে
ওপেনিংয়ে আনা হয়। শুধু বোলিং নয়, দলের জন্য ব্যাট হাতেও অবদান রাখতে চান
মেহেদী, 'ব্যাটিংয়ে অবদান রাখা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ১০ রান হোক, ৫
রান হোক বা ২০ রান হোক; আমি যে পজিশনে ব্যাটিং করি আমার একশ মারারও সুযোগ
থাকে না, পঞ্চাশ মারারও সুযোগ থাকে না। আমার জন্য তখন ১০ রান খুব
গুরুত্বপূর্ণ। সেটা দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে যায়। তখন যদি ৫ বলে ১০ রান
করি সেটা দলকে অনেক এগিয়ে দেয়। যেহেতু বাংলাদেশ দলে মাঝেমধ্যে উপরেও খেলতে
হয়, তাই সুযোগ থাকে; কিন্তু সুযোগটা আমি এখনো পর্যন্ত কাজে লাগাতে পারি
নাই। ওই পজিশনে কিছু রান করার সুযোগ থাকে। তো আমি সবসময় চেষ্টাই করি সেরাটা
দেওয়ার জন্য এবং দলের পছন্দমতো পজিশনে ভালো করার।'