ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় পোনামাছ অবমুক্তকরণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী
Published : Monday, 30 August, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
‘বেশী বেশী মাছ চাষ করি,বেকারত্ব দূর করি’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২১ উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মৎস্য সপ্তাহের দ্বিতীয় দিন মৎস্য কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ ও মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা করা, বর্তমান সরকারের সাফল্য ও অগ্রগতি বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়েছে।পোনামাছ অবমুক্ত করার পর মৎস্য কর্মকর্তার কার্য্যালয়ে  মৎস্য চাষীদের প্রামান্যচিত্র প্রদর্শনী করে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়।
এসময় উপস্থিত থেকে পোনামাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা, থানা অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহাম্মদ, যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরী, কৃষি কর্মকর্তা মোঃ মাহবুবুল হাছান, পরিসংখ্যান কর্মকর্তা অর্মলেন্দু সূত্রধরসহ মৎস্য অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উল্লেখ্য "মৎস্য সপ্তাহ" উপলক্ষে সাতদিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করবে মৎস্য কার্য্যালয়।