Published : Friday, 17 September, 2021 at 12:00 AM, Update: 17.09.2021 12:31:55 AM
তানভীর দিপু:
টানা
দুই দিন কুমিল্লা জেলায় প্রতিদিনের করোনা শনাক্তের হার ৫ শতাংশের নিচে বলে
তথ্য প্রকাশ করেছে জেলা স্বাস্থ্যবিভাগ। গতকাল বৃহস্পতিবার করোনা শনাক্তের
দৈনিক হার ছিলো ৪ দশমিক ৫ শতাংশ। এর আগের দিন ছিলো ৪ দশমিক ২ শতাংশ। এর
আগে একদিনে এত কম সংকমণ শনাক্তের হার দেখা যায়নি। সবশেষ ২৪ ঘন্টায় ৫১২ জন
নমুনা পরীক্ষার বিপরীতে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৩ জন। তবে এই সময়ের মধ্যে
করোনায় আক্রান্ত মৃত্যুবরন করেনি কেউ। করোনা প্রতিরোধ সংশ্লিষ্টরা বলছে,
করোনা শনাক্তের হার ৫ শতাংশের নিচে নেমে এলেও-এর ধারাবাহিকতা রক্ষা করা
জরুরী।
জনস্বাস্থ্যবিদ ডা. নিসর্গ মেরাজ চৌধুরীর বলেন, এখন যে সংক্রমণ
শনাক্তের হার তা গত ১৫ দিন আগের করোনা পরিস্থিতি চিত্রায়িত করে। এখন যখন
আবার স্কুল খোলা হয়েছে, জনসমাগম বাড়ছে- বর্তমান পরিস্থিতি বুঝা যাবে আরো
কয়েকদিন পর। তবে এই হার ধরে রাখার দায়িত্ব এখন সবার। সংক্রমণ হার যত কম
হওয়ার কারণ স্বাভাবিক, তবে সেটা যেন বেড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে।
জেলা
স্বাস্থ্য বিভাগের মতে, করোনায় জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৯৩৭ জন। জেলায়
মোট আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ৭৪০ জন এবং মোট সুস্থ হওয়ার সংখ্যা ৩৪
হাজার ৪৫৩ জন। এপর্যন্ত জেলায় মোট ১ লাখ ৬৬ হাজার ৫৪৬ জনের নমুনা পরীক্ষা
করা হয়েছে।