রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে কামাল হোসেন (২২) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।
রোববার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে হঠাৎ ঝড়ের কবলে পড়েন তারা।
কামাল হোসেন চর আষাড়িয়াদহ ইউনিয়নের দিয়ার মানিকচক গ্রামের আব্দুর রশিদের ছেলে।
নিখোঁজ কামালের পরিবার জানায়, রোববার সন্ধ্যার দিকে জেলে কামাল হোসেনসহ আরও দুই জেলে পদ্মা নদীতে মাছ ধরার উদ্দেশ্যে বের হন। রাত পৌনে ৮টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে চর বয়ারমারী এলাকায় মাছ ধরা নৌকাসহ তিনজন ডুবে যান। তবে দুইজন সাঁতরে তীরে আসলেও নিখোঁজ হন কামাল। তিনি নদীর প্রবল স্রোতে তলিয়ে যেতে পারেন বলে আশঙ্কা করছেন পরিবারের সদস্যসহ অন্যান্যরা। এখনো তাকে খুঁজছেন স্বজন ও স্থানীয়রা।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামারুল ইসলাম বলেন, ‘পদ্মা নদীতে জেলে নিখোঁজের বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে কেউ কোনো কিছু থানায় জানাননি বা অভিযোগও করেননি। তারপরও এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।’