টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ১০৬ রানেই গুড়িয়ে দিল আয়ারল্যান্ড। ডাচদের বিপক্ষে দুটি হ্যাটট্রি করেন আইরিশ দুই কার্টিস ক্যাম্পার ও মার্ক এইডার।
ইনিংসের ১০ম ওভারে হ্যাটট্রিকসহ চার বলে ৪ উইকেট শিকার করে করেন নতুন বিশ্বরেকর্ড গড়েন আয়ারল্যান্ডের তারকা পেসার কার্টিস ক্যাম্পার। ইনিংসের শেষ ওভারে হ্যাটট্রিক করেন মার্ক এইডার।
সোমবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। প্রথমে ব্যাটিং নেমেই বিপাকে পড়ে যায় তারা। স্কোর বোর্ডে ১ রান জমা করেই সাজঘরে ফেরেন ওপেনার বেন কুপার। শূন্য রানে রান আউট হয়ে ফেরেন তিনি।
দলীয় ২২ রানে ফেরেন বাস ডি লিড। ২ উইকেটে ৫১ রান করা নেদারল্যান্ডস এরপর শূন্য রানের ব্যবধানে হারায় ৪ উইকেট। ১০ ওভারে বোলিংয়ে এসে চার বল ৪ উইকেট শিকার করে বিশ্বরেকর্ড গড়েন কার্টিস ক্যাম্পার।
তার শিকার হয়ে একে একে সাজঘরে ফেরেন ডাচ ব্যাটসম্যান কলিন অ্যাকারম্যান, রায়ান টেন ডেসকাট, স্কট এডওয়ার্ডস ও রোয়েলফ ফন ডার মারউই।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে চার বলে ৪ উইকেট শিকারের নজির স্থাপন করেছেন শ্রীলংকান কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা ও আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান।
ইনিংসের একিবারে শেষ ওভারের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে পিটার সিলার, লগান ফন বিক ও ব্রেন্ডন গ্লোভারকে সাজঘরে ফিরিয়ে হ্যাটট্রিক করেন মার্ক এইডার।
সংক্ষিপ্ত স্কোর
নেদারল্যান্ডস: ২০ ওভারে ১০৬/১০ ( ম্যাক্স ও দাউদ ৫১, পিটার সিলার ২১; কার্টিস ক্যাম্পার ৪/২৬, মার্ক এডায়ার ৩/৯)।