ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে ক্যান্সারে আক্রান্ত শিক্ষকের পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবকলীগ ও টিম ১০১
শাহীন আলম
Published : Monday, 18 October, 2021 at 6:50 PM
দেবিদ্বারে ক্যান্সারে আক্রান্ত শিক্ষকের পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবকলীগ ও টিম ১০১কুমিল্লার দেবিদ্বারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে ক্যান্সারে আক্রান্ত এক শিক্ষকের পাশে দাঁড়িয়েছেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ ও টিম ১০১।  সোমবার বেলা সাড়ে ১১ টায় বাগুরে ওই শিক্ষকের চিকিৎসার জন্য তাঁর হাতে নগদ এক লক্ষ টাকা তুলে দেন  কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ ও টিম ১০১ এর প্রধান মো. লিটন সরকার। পরে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা,  কেক কাটা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. লিটন সরকার বলেন, ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন শিশু শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। সেদিন অবুঝ শিশু রাসেলকেও হত্যা করে খুনিরা।
আত্মস্বীকৃত খুনিরা তাকে (শেখ রাসেল) হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন্তু তাদের সেই অপচেষ্টা শতভাগ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভ বুদ্ধিসম্পন্ন মানুষদের কাছে ভালোবাসার নাম। তিনি আরও  বলেন, বরকামতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মোকতল হোসেন  মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত। আমরা চেষ্টা করেছি তাঁর ব্যয়বহুল চিকিৎসায় একটু আর্থিক সহযোগিতা করার। আমরা দোয়া করি মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মো.মফিজুল ইসলাম, প্রফেসর আবদুল হাকিম, ছাত্রলীগ নেতা যাদব রায়, ইমতিয়াজ আহমেদ জাকির, জেমস, শামীমসহ আরও অনেকে।