ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আন্তর্জাতিক শুটিংয়ে সোনা জিতলেন বাংলাদেশের রাব্বী
Published : Monday, 18 October, 2021 at 6:55 PM
আন্তর্জাতিক শুটিংয়ে সোনা জিতলেন বাংলাদেশের রাব্বীজাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিবস উদযাপন করছে শুটিং ফেডারেশন। এই উপলক্ষে সোমবার ৯টি দেশের ৭৩জন শুটারকে নিয়ে অনলাইনে আন্তর্জাতিক এয়ারগান শুটিং প্রতিযোগিতাও হয়ে গেলো। সেখানে সাফল্য পেয়েছেন বাংলাদেশের রাব্বি হাসান মুন্না। জিতেছেন সোনার পদক।

১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে মুন্না ৬২৬.৮ স্কোর গড়ে সেরা হয়েছেন মুন্না। ইউক্রেনের উজ্জাই এসভিয়াতোস্লাভ ৬২৬.৩ স্কোড় গড়ে রুপা ও কাজাখস্তানের উসেইনভ ইসলাম ৬২৫.৪ স্কোর গড়ে ব্রোঞ্জ জিতেছেন।

১০ মিটার এয়ার রাইফেল মেয়েদের ইভেন্টে বাংলাদেশের সৈয়দা আতকিয়া হাসান ৬২৩.৩ স্কোর গড়ে রুপা জিতেছেন। এই ইভেন্টে সোনা জেতেন কাজাখস্তানের বেজরুকোভা ইয়েলিজাভেতা, তার স্কোর ৬২৯.৬। বাহরাইনের আলদোসেরি সাফা ৬২২.৯ স্কোর গড়ে ব্রোঞ্জ পেয়েছেন।

১০ মিটার এয়ার পিস্তলে বাংলাদেশের তারকা শুটার শাকিল আহমেদ ব্রোঞ্জ জিতেছেন। তবে মেয়েদের ইভেন্টে স্বাগতিকদের কেউ পদক জিততে পারেননি। বিজয়ীদের অর্থ পুরস্কারও দেওয়া হয়েছে।