কুমিল্লার চান্দিনায় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও নব-নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
সোমবার (১৮ অক্টোবর) বিকালে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি। বিশেষ অতিথির বক্তৃতা করেন - চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বকসী।
ব্যবসায়ী নেতারা চান্দিনা বাজারে ব্যবসায় বান্ধব পরিবেশ গড়ে তুলতে সংসদ সদস্যের নিকট অনুরোধ জানান। এসময় তারা চান্দিনা বাজারের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূইয়া, সাবেক মেয়র ও চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম, সাবেক মেয়র শাহ মোহাম্মদ আলমগীর খাঁন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এরশাদ আলী ভূঁইয়া, মেসার্স নুরুল ইসলামের স্বতাধীকারী বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. শামীম হোসেন, চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবদুস ছালাম, কাপড় ব্যবসায়ী নেতা মো. আবদুর রাজ্জাক প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সদস্য মো. মজিবুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, চান্দিনা পৌর আওয়ামীলীগ সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী গোলাম মোস্তফা, মাইজখার ইউপি চেয়ারম্যান শাহ সেলিম প্রধান, হার্ডওয়্যার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাকসুদ হাসান মাসুম, জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক বশির আহম্মেদ প্রমুখ।
সভায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।