চৌদ্দগ্রামে শেখ রাসেল দিবস পালিত
Published : Tuesday, 19 October, 2021 at 12:00 AM
মজিবুর রহমান বাবলু, চৌদ্দগ্রাম ||
আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে গতকাল সোমবার চৌদ্দগ্রামে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মন্জুরুল হক। কোরআন তিলাওয়াত,গীতাপাঠ ও সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৈয়বের রহমাস,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়ার সহ সভাপতি জিএম মীর হোসেন মীরু,চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার,মহিলা বাইস চেয়ারম্যান রাশেদা আখতার,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: হাসিবুর রহমান,প্রাণী সম্পদ কর্মকর্তা মজিবুর রহমান,্কৃষি কর্মকর্তা কৃষিবিধ নাসির উদ্দিন, নালঘর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মেহজাবিন আহমেদ মিতু,অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার ফারক আহমেদ ও প্রধান শিক্ষক মজিবুর রহমান।আলোচনা সভা শেষে বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত প্রতিযোগীতায় ৭০ জন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে বিভিন্ন ধরণের বই দেওয়া হয়।শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে কেক কাটা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ছবির ক্যাপশন: চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে শেখ রাসেল দিবসের অনুষ্ঠান শেষে বিভিন্ন বিষয়ে পুরস্কার বিজয়ীরা অতিথিবৃন্দের সাথে ফটোসেশনে মিলিত হয়।