দেবিদ্বারে গ্রাম চিকিৎসক সমিতির মৃত সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
Published : Tuesday, 19 October, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লার দেবিদ্বারে গ্রাম চিকিৎসক সমিতির সদস্য বাকসার গ্রামের মৃত ডা. মো.ইকবাল হোসেনের পরিবারকে সমিতির পক্ষ থেকে আর্থিক সহযোগিতা দেয়া হয়েছে। সোমবার বিকালে বাকসার গ্রামের মৃত ডা. মো. ইকবাল হোসেনের বাড়িতে তাঁর স্ত্রীর হাতে নগদ অর্থ তুলে দেন সমিতির সভাপতি ডা. জহিরুল হক, সাধারণ সম্পাদক ডা. এম.এ খালেক সরকার (বাবুল), কোষাধক্ষ্য ডা. মো.মাহমুদুর রশিদ মিঠু সরকার, সমিতির পরিচালক মো. সফিকুল ইসলাম, কাজী আবুল হোসেন, সদস্য ডা. মো. ফয়েজ আহম্মেদ, ডা. আবুল হোসেন, দেবিদ্বার সততা ডায়গস্টিক সেন্টারের ব্যবস্থপনা পরিচালক মো. সোহেল রানা প্রমুখ।
গ্রাম চিকিৎসক সমিতির সভাপতি ডা.জহিরুল হক বলেন, ২০১৭ সাল থেকে এ সমিতির কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানের এর সদস্য সংখ্যা ৪০ জন। গ্রামের মধ্যে পল্লী চিকিৎসকেরা অনেকাংশে অবহেলিত। অথচ গ্রামের লোকদের প্রাথমিক চিকিৎসায় তাঁরাই প্রথম এগিয়ে আসেন। আমরা অবহেলিত সকল পল্লী চিকিৎসকের পাশে দাঁড়াতে এ সমিতি গঠন করেছি। এর অংশ হিসেবে বাকসার গ্রামের পল্লী চিকিৎসক মৃত ডা.মো. ইকবাল হোসেনের পরিবারকে সমিতি থেকে পাওনা টাকাসহ আরও কিছু নগদ অর্থ দিয়ে সহযোগিতা করা হয়েছে।
সমিতির সাধারণ সম্পাদক ডা. এম.এ খালেক সরকার (বাবুল) বলেন, ডা. ইকবাল হোসেন অত্যান্ত বিনয়ী একজন মানুষ ছিলেন। তিনি সবার আগে সমিতির মাসিক ধার্যকৃত টাকা পৌছে দিয়েছেন । তাঁর মৃত্যুতে সমিতির সকল সদস্য শোকাহত।