ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা’র উদ্যোগে শেখ রাসেল দিবস পালন
Published : Tuesday, 19 October, 2021 at 12:00 AM, Update: 19.10.2021 1:11:19 AM
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা’র উদ্যোগে শেখ রাসেল দিবস পালনগতকাল ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস-২০২১ উপলক্ষ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা’র উদ্যোগে এবারের প্রতিপাদ্য-“শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ এই শ্লোগান কে সামনে রেখে সকাল ১০ টায় বোর্ড প্রাঙ্গণে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস ছালাম বোর্ডের পক্ষ থেকে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করেন। সকাল ১০টা ১৫ মিনিটে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস ছালাম ও সচিব প্রফেসর নূর মোহাম্মদ বোর্ড প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুারালে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বোর্ডের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে সাড়ে ১০টায় বোর্ড মিলনায়তনে শেখ রাসেল দিবস ২০২১ উদযাপন এর আহ্বায়ক ও কলেজ পরিদর্শক প্রফেসর মো: জহিরুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস ছালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর নূর মোহাম্মদ। বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস ছালাম তাঁর বক্তব্যে ১৫ আগস্টের নির্মম হত্যাকান্ড এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান শেখ রাসেলকে নির্দয় ভাবে হত্যা ও পরবর্তী বাংলাদেশের উপর এর ভয়াবহ প্রভাব নিয়ে আলোচনা করেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে অসাম্প্রদায়িক মানসিকতা নিয়ে যার যার কর্তব্য পালন করার মধ্য দিয়ে সোনার বাংলা গড়ার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোর্ডের সচিব জনাব নূর মোহাম্মদ। এ সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: আসাদুজ্জামান, বিদ্যালয় পরিদর্শক জনাব আজহারুল ইসলাম ও উপ পরিচালক (হি: ও নি) জনাব মোহাম্মদ ছানাউল্যাহ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কর্মচারী সমিতির সভাপতি জনাব মো: আবদুল খালেকসহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ বিদ্যালয় পরিদর্শক জনাব মোহাম্মদ কামরুজ্জামান। শেখ রাসেল দিবস ২০২১ উপলক্ষে কুমিল্লা শিক্ষাবোর্ডের পক্ষ থেকে বাদ যোহর বোর্ড মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল সদস্যের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।