ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের সবশেষ আসরটি দারুণ কেটেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অস্ট্রেলিয়ান ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েলের। আইপিএল ক্যারিয়ারে মাত্র দ্বিতীয়বারের মতো এক আসরে ৫০০’র বেশি রান করেছেন তিনি।
এলিমিনেটরে বাদ পড়ার আগে এবারের আসরের পঞ্চম সর্বোচ্চ ৫১৩ রান করেছেন ম্যাক্সওয়েল। ১৫ ম্যাচে হাঁকিয়েছেন ছয়টি ফিফটি, রান করেছেন ১৪০’র বেশি স্ট্রাইকরেটে। ২০১৪ সালের পর এবারই প্রথম কোনো আসরে ৫০০ রান করলেন এ অসি তারকা।
তার মতে, এটি সম্ভব হয়েছে ব্যাঙ্গালুরুর ড্রেসিংরুমে বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সের উপস্থিতির কারণে। ম্যাক্সওয়েল জানিয়েছেন, কোহলি-ভিলিয়ার্সের সঙ্গে থাকলে নিজেকে ১০ ফুট লম্বা মনে হয় তার।
এ দুই তারকা ক্রিকেটারের কাছ থেকে পাওয়া সমর্থনকে সাফল্যের বড় কারণ হিসেবে উল্লেখ করে ম্যাক্সওয়েল বলেছেন, ‘প্রতিটি দিন আমার জন্য ছিলো শেখার অভিজ্ঞতা। প্রতিদিনই নতুন নতুন কিছু জানতে পারছিলাম। আমি সবসময় কোহলি ও ভিলিয়ার্সের আশপাশেই থাকতাম, দেখতাম তারা কীভাবে কী করছে।’
তিনি আরও যোগ করেন, ‘ক্রিকেটের দুই কিংবদন্তির সঙ্গে এক দলে এবং একই ব্যাটিং লাইনআপে থাকা আমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার ছিলো। তারা দুজনই নিজেদের খেলা সম্পর্কে খোলাখুলি কথা বলে এবং নিজেদের অভিজ্ঞতা ভাগ করে দেয়।’
‘কোহলি-ভিলিয়ার্সের মতো খেলোয়াড়রা যখন আপনাকে সমর্থন দেয়, আপনাকে দেখে কিংবা বিভিন্ন প্রশ্ন করে; তখন আপনি নিজেকে ১০ ফুট লম্বাই মনে করবেন। এটা আপনাকে অনেক আত্মবিশ্বাস দেয়, অনেক খুশি করে। এতো দারুণ পরিবেশ থাকতে পারা সত্যিই ভালো অভিজ্ঞতা ছিলো।’