অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে মাহমুদউল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ম্যাচে নেতৃত্ব দিতে যাচ্ছেন রিয়াদ।
দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচে অধিনায়কত্ব করার রেকর্ড গড়তে যাচ্ছেন রিয়াদ। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের সঙ্গে প্রথম ম্যাচে টস করতে নেমে রিয়াদ ছুঁয়ে ফেলেছেন সাবেক অধিনায়ক মাশরফি বিন মুর্তজাকে।
মাশরাফির মতো ২৮টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দেন মাহমুদউল্লাহ। আজ ওমানের বিপক্ষে টস করতে নামলেই টি-টোয়েন্টিতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়া অধিনায়ক বনে যাবেন রিয়াদ।
জয়ের পরিসংখ্যানে মাশরাফি-মুশফিকদের ছাড়িয়ে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার অধীনে বাংলাদেশের জয় ৪৬ দশমিক ৪২ শতাংশ। এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন মুশফিকুর রহিম।
মাশরাফির সমান ২৮ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১৩টিতে জয় উপহার দেন মাহমুদউল্লাহ। মাশরাফি ২৮ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১০টিতে জয় উপহার দেন। আর মুশফিক ২৩ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৮টিতে জয় উপহার দিয়েছেন।