টি-টোয়েন্টি ক্রিকেটে খুবই সাধারণ বিষয় হলো, পাওয়ার প্লে'র ফিল্ডিংয়ের বিধিনিষেধ কাজে লাগিয়ে যত বেশি রান করে নেয়া যায়। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এ কাজটি একদমই করতে পারছে না বাংলাদেশ ক্রিকেট দল।
স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে পাওয়ার প্লে'র ছয় ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিলো ২ উইকেটে ২৫ রান। আজ ওমানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে বাংলাদেশ করতে পেরেছে ২ উইকেটে ২৯ রান।
টস জিতে ব্যাট করতে নেমে এরই মধ্যে সাজঘরে ফিরে গেছেন লিটন দাস ও শেখ মেহেদি হাসান। এখন তৃতীয় উইকেটে জুটি বেঁধেছেন মোহাম্মদ নাইম শেখ ও সাকিব আল হাসান।
ক্রিকেটে কোনো ব্যাটার জীবন পাওয়া মানেই সেটিকে কাজে লাগিয়ে বড় ইনিংস খেলা অবশ্য কর্তব্য। কিন্তু ওমানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে সেই কাজটি করতে পারলেন না বাংলাদেশ দলের ডানহাতি ওপেনার লিটন দাস, পারেননি তিনে নামানো শেখ মেহেদি হাসানও।
আগের ম্যাচের পরিকল্পনায় পরিবর্তন এনে আজ তিন নম্বরে পাঠানো হয়েছিলো শেখ মেহেদি হাসানকে। কিন্তু তিনি পারেননি সুযোগের সদ্ব্যবহার করতে। আউট হয়ে গেছেন রানের খাতা খোলার আগেই।
স্কটল্যান্ডের বিপক্ষে হারা ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনে আজ খেলতে নেমেছে বাংলাদেশ। বাঁহাতি ওপেনার সৌম্য সরকারের জায়গায় আনা হয়েছে আরেক বাঁহাতি নাইম শেখকে।
দলে ফিরে প্রথম ওভারের প্রথম বলটি মোকাবিলা করেন নাইমই। প্রথম বল নয়, মূলত পুরো ওভারটিই খেলেন তিনি। কিন্তু প্রথম পাঁচ বল থেকে কোনো রানই করতে পারেননি। শেষ বলে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক রাখেন নিজের কাছেই।
দ্বিতীয় ওভারেও প্রথম দুই বল ডট খেলেন নাইম। তৃতীয় বলে সিঙ্গেল নিলে প্রথমবারের মতো স্ট্রাইক পান লিটন। সেই ওভারের শেষ তিন বলে তিন রান নেন এ ডানহাতি।
প্রথম ওভারে দুর্দান্ত বোলিং করা বিলাল খান উইকেট পেতে পারতেন নিজের দ্বিতীয় ওভারের চতুর্থ বলেই। লিটনের ফ্লিক শটে ডিপ স্কয়ার লেগে ক্যাচ ছেড়ে দেন ক্যাশপ প্রজাপতি।
কিন্তু পরের বলেই লেগ বিফোরের ফাঁদে পড়েন লিটন। আম্পায়ার প্রথমে আউট দেননি। তবে রিভিউ নিয়ে টাইগার ওপেনারের বিদায়ঘণ্টা বাজায় ওমান। তৃতীয় ওভারেই প্রথম উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।
পাওয়ার প্লে'র সুবিধা কাজে লাগাতে নামানো হয়েছিলো মেহেদি হাসানকে। কিন্তু তিনি চার বলেও কোনো রান করতে পারেননি। ইনিংসের পঞ্চম ওভারে ফায়াজ বাটকে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন এ ডানহাতি ব্যাটার।
তবে ইনিংসের চতুর্থ ওভারে একটি করে চার-ছক্কা হাঁকিয়ে রানরেটটা খানিক ভদ্রস্থ করেছেন নাইম। তবু মাত্র ২১ রানেই ২ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ। চার নম্বরে ব্যাট করতে নেমেছেন সাকিব আল হাসান।