ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘বড় দলের বিপক্ষে ভালো খেলতে পারে না ভারত’
Published : Monday, 8 November, 2021 at 2:32 PM
‘বড় দলের বিপক্ষে ভালো খেলতে পারে না ভারত’রোববার দিনের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের হারের পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভারতের বিদায়ঘণ্টা বেজে গেছে। বিশ্বকাপে ভারতের এমন ভরাডুবি নিয়ে চলছে নানারকম কাটাছেঁড়া। এবার সেই দলে যোগ দিলেন সুনিল গাভাস্কার।

ভারতের বিশ্বকাপ ব্যর্থতা প্রসঙ্গে স্পোর্টস টককে বিশাল এক সাক্ষাৎকার দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটার সুনিল গাভাস্কার। তার মতে ব্যাটিং ও ফিল্ডিং ব্যর্থতার কারণেই বড় দলগুলোর বিপক্ষে এবার ভালো খেলতে পারেনি বিরাট কোহলির দল।

ব্যাটিং প্রসঙ্গে ভারতের এ কিংবদন্তি বলেছেন, ‘খুব বেশি পরিবর্তন আনা সঠিক কাজ নয়। কারণ বিষয়টা এমন না যে ভারত সব ম্যাচ হেরে গেছে। দুইটি ম্যাচে ব্যাটাররা প্রত্যাশামাফিক পারফরম্যান্স দিতে পারেনি। যে কারণে ভারত এখন এই অবস্থায়। তাদের অ্যাপ্রোচটা বদলাতে হবে।’

গাভাস্কার আরও বলেন, ‘এখানে বিষয়টা হলো, প্রথম ছয় ওভারে মাত্র দুইজন ফিল্ডার ৩০ গজ বৃত্তের বাইরে থাকে। গত কয়েকটি আইসিসি টুর্নামেন্টে এই সুবিধাটা নিতে পারেনি ভারত। যে কারণে যখনই কোনো বড় দলের সামনে পড়ে, যাদের ভালো বোলার আছে, তখন ভারত রান করতে পারে না। এটা বদলাতে হবে।’

এসময় ফিল্ডিং ব্যর্থতাকেও একটি বড় কারণ হিসেবে উল্লেখ করেন ভারতীয় কিংবদন্তি। তার মতে দলের বেশিরভাগ ফিল্ডারই আসলে নির্ভরযোগ্য নয়। গাভাস্কারের ভাষ্য, ‘গুরুত্বপূর্ণ বিষয় হলো, দলে অবশ্যই ফিল্ডিংয়ে দুর্দান্ত খেলোয়াড় থাকবে হবে।

‘এবারের বিশ্বকাপে নিউজিল্যান্ডের ফিল্ডিং দুর্দান্ত। নিশ্চিত রান বাঁচানোর পাশাপাশি দুর্দান্ত ক্যাচও ধরছে। বোলিং আক্রমণ যত সাধারণই হোক না কেন, ভালো ফিল্ডিং মুহূর্তেই ম্যাচের মোমেন্টাম বদলে দিতে পারে। ভারতে তিন-চার জন ভালো ফিল্ডার ছাড়া, আর কেউই ডাইভ দিয়ে নিশ্চিত রান বা বাউন্ডারি বাঁচানোর জন্য নির্ভরযোগ্য নয়।’