মোস্তফা সরোয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমা দিয়ে প্রথমবারের মতো এপাড়ের চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। সেখানে ইরফান খানের বিপরীতে একটি চরিত্রে ছিলেন তিনি। অনেকেই ছবিটিতে প্রয়াত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের জীবনের গল্পের সঙ্গে সাদৃশ্য পেয়েছিলেন।
আর কলকাতার অভিনেত্রী পার্নো মিত্রের চরিত্রটিতে খুঁজে পেয়েছিলেন মেহের আফরোজ শাওনের সাদৃশ্য। সেই ছবি নিয়ে কম জল ঘোলা হয়নি। তবে অভিনয় দিয়ে দর্শক মুগ্ধ করেছিলেন পার্নো।
সেই অভিনেত্রী আবারও বাংলাদেশি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। এবার তার বিপরীতে অভিনয় করবেন দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ছবিটি নির্মাণ করবেন ফজলুল কবীর তুহিন।
বেশ কয়েকদিন ধরেই তার ‘বিলডাকিনী’ সিনেমায় পার্নোর অভিনয়ের কথা শোনা যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করে পরিচালক আজ সোমবার জাগো নিউজকে বলেন, ‘এই সিনেমার গল্প ভাবার সময় থেকেই পার্নো মিত্রকে নিতে চেয়েছিলাম। গল্পে গ্রামের মেয়ের যে চরিত্র, সেটা পার্নোর সঙ্গেই মানানসাই। আমার কাছে সব সময় মনে হয়েছে তাকে প্রয়োজন। তাই নেয়া।’
সরকারি অনুদানের সিনেমায় বিদেশি অভিনেত্রী। বিষয়টি নিয়ে সমালোচনা চলছে। এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘সিনেমা হলো শিল্প ও গণমাধ্যমের সবচেয়ে বড় ক্যানভাস। সেখানে যা কিছু পারফেক্ট, তারই চেষ্টা করা উচিত। প্রয়োজন হলে আমি বলিউডেও যেতাম। বা যাওয়া উচিত। সেই পারফেকশনের জায়গা থেকেই পার্নোকে নেয়া। আশা করছি ভালো অভিজ্ঞতা হবে এবং দর্শক উপভোগ্য একটি সিনেমা পাবেন।’
তিনি আরও বলেন, ‘আমি মোশাররফ করিম, পার্নো মিত্র, লুৎফর রহমান জর্জ ভাইদের সঙ্গে কথা বলেছি। এখনো চূড়ান্ত হয়নি। তবে সবাই গ্রিন সিগন্যাল দিয়েছেন যে কাজটি করবেন। আরও কয়েকজন জনপ্রিয় মুখও এতে অভিনয় করবেন। তাদের সঙ্গে কথা চলছে।
আশা করছি আগামী ১০ তারিখ মধ্যে শিল্পী তালিকা নিয়ে চূড়ান্ত ঘোষণা দিতে পারবো।’
তিনি জানান, আগামী ডিসেম্বর থেকে রাজশাহীর একটি গ্রামে‘বিলডাকিনী’ সিনেমার শুটিং শুরু হবে।
কথাসাহিত্যিক নূরদ্দিন জাহাঙ্গীর উপন্যাস ‘বিলডাকিনী অবলম্বনে তৈরি করা হয়েছে সিনেমার চিত্রনাট্য। ২০১৯-২০২০ অর্থ বছরে অনুদান পাওয়া ছবিটিতে উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। ছবিটি সরকারি অনুদানের পাশাপাশি সহযোগী প্রযোজনায় থাকবে ডাটা সলিউশন।
প্রসঙ্গত, কলকাতার অভিনেত্রী পার্নো মিত্রকে ‘বেডরুম’, ‘দত্ত ভার্সেস দত্ত’, ‘অপুর পাঁচালী’, ‘রাজকাহিনী’র মতো সিনেমায় দেখা গেছে।
এদিকে পরিচালক ফজলুল কবীর তুহিন এর আগে ২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘গাঙকুমারী’ সিনেমা শুটিং শেষ করেছেন। এতে অভিনয় করেন তারিক আনাম খান, মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই প্রমুখ।