টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান আক্ষরিক অর্থেই উড়ছে। তাদের জয়রথ ছুটছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে লজ্জায় ডোবানার পর। পাকিস্তান সুপার টুয়েলভে সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছে সেমিফাইনালে। মোহাম্মদ হাফিজের দলের সঙ্গে পারফরম্যান্সও মন্দ যাচ্ছে না। এই অলরাউন্ডার ৪১ বছর বয়সেও নিজের কাজটা ঠিকমতো করে চলেছেন। তবে তার ইচ্ছা টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জাতীয় দলের বাইরে থাকার। তাই পাকিস্তান দলের সঙ্গে বাংলাদেশ সফরের সঙ্গী হচ্ছেন না হাফিজ। বিষয়টি নিশ্চিত করেছে,
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র । তার না খেলার বিষয়টি তিনি নাকি এরই মধ্যে পিসিবির প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিমকে জানিয়েছেন । কারণ হিসেবে জিও নিউজ জানিয়েছে, মুলত তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতেই বাংলাদেশ সফর থেকে সরে দাঁড়িয়েছেন হাফিজ।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হচ্ছে ১৪ নভেম্বর। পাকিস্তান ফাইনাল খেললে পরদিনই বাংলাদেশের উদ্দেশে উড়ে আসার কথা। সরাসরি দুবাই থেকে ঢাকায় আসবেন বাবর আজমরা। বাংলাদেশে তিন টি-টোয়েন্টির সঙ্গে দুই টেস্ট খেলবে সফরকারীরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি যথাক্রমে ১৯, ২০ ও ২২ নভেম্বর। এরপর ২৬ নভেম্বর চট্টগ্রামে প্রথম টেস্ট ও ৪ ডিসেম্বর শেষ টেস্ট ঢাকায়।
এই সফরের জন্য আগামী দুই-তিনের মধ্যে দল ঘোষণা করার কথা পিসিবির। তার আগে হাফিজ না খেলার বিষয়টি জানিয়ে দিয়েছেন। তার ইচ্ছা, বাংলাদেশে তরুণ ক্রিকেটারদের নিজেকে মেলে ধরার সুযোগ তৈরি হোক।