সাধারণত যেকোনো রাউন্ডের শেষ ম্যাচটি হয়ে থাকে টানটান উত্তেজনাপূর্ণ। সেই ম্যাচের ওপর থাকে সবার বাড়তি মনোযোগ। কিন্তু চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের শেষ ম্যাচটি ঠিক এর বিপরীত।
কেননা এরই মধ্যে বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে ভারতের, সেমির সম্ভাবনা নেই নামিবিয়ারও। অর্থহীন নিয়মরক্ষার এক ম্যাচেই মাঠে নামছে দুই দল।
যেখানে টস জিতেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, নিয়েছেন আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত। তাদের একাদশে সুযোগ দেওয়া হয়েছে লেগস্পিনার রাহুল চাহারকে। বাইরে রাখা হয়েছে বরুন চক্রবর্তীকে।
নামিবিয়া একাদশ: স্টিফেন বার্ড, মাইকেল ফন লিনগেন, ক্রেইগ উইলিয়ামস, জেরহার্ড এরাসমাস, জেন গ্রিন, ডেভিড উইসে, জ্যান ফ্রাইলিংক, জেজে স্মিট, ইয়ান নিকল লফটি ইটন, রুবেন ট্রাম্পলম্যান ও বার্নার্ড স্কলজ।
ভারত একাদশ: লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশাভ পান্ত, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, রাহুল চাহার, মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহ।