ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ছিটকে গেলেন জেসন, তার জায়গায় জেমস
Published : Monday, 8 November, 2021 at 8:33 PM
ছিটকে গেলেন জেসন, তার জায়গায় জেমসপায়ের মাংসপেশির ইনজুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের ওপেনার জেসন রয়। বিশ্বকাপের বাকি অংশে তাকে আর পাচ্ছে না ইংল্যান্ড ক্রিকেট দল। জেসনের পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলের সঙ্গে থাকা জেমস ভিন্স।

বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে হতাশায় নিমজ্জিত হয়ে পড়েছেন জেসন। তিনি বলেছেন, ‘বিশ্বকাপ থেকে বাদ পড়াটা কিছুতেই মেনে নিতে পারছি না। মাঠে এসে সতীর্থদের সমর্থন দেবো। আশা করি শিরোপা আমরাই জিতবো।’

শনিবার (৬ নভেম্বর) শারজায় দক্ষিণ আফ্রিকার সুপার টুয়েলভে ইনিংসের পঞ্চম ওভারে হঠাৎ করেই মাংসপেশিতে টান পড়ে রয়ের। তখনই মাঠ থেকে উঠে যান রয়।

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আগে পাঁচ ম্যাচে ৩০.৭৫ গড়ে ১২৩ করেন এ ইংলিশ ওপেনার। যা ইংলিশদের মধ্যে জস বাটলারের পর দ্বিতীয় সর্বোচ্চ।

রয়ের ছিটকে পড়ায় সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে বাটলারের সঙ্গে ইনিংস সূচনায় দেখা যেতে পারে জনি বেয়ারস্টো অথবা ডেভিড মালানকে। বেয়ারস্টো-মালানের শূন্যস্থান পূরণ করতে মিডল অর্ডারের জন্য নেওয়া হতে পারে স্যাম বিলিংসকে।