মহাকাশ জয়ে আরও এক ধাপ এগিয়ে রয়েছে চীন। একের পর এক শুধু মহাকাশযান উৎক্ষেপণই নয়, এবার মহাকাশে হাঁটার অভিজ্ঞতাও অর্জন করলেন চীনের এক নারী নভোচারী।
রোববার বিশেষ এক পোশাক পরে মহাকাশযান থেকে বাইরে বের হয়ে আসেন দুই নভোচারী। এর মধ্যে প্রথমবারের মতো অভিজ্ঞতা নিয়েছেন ওয়াং ওয়াপিং নামের এক নারী নভোচারী। খবর সিএনএনের।এ সময় তার সফরসঙ্গী ছিলেন ৫৫ বছর বয়সি ঝাই নামের আরেক অভিজ্ঞ নভোচারী। তারা কিছু সময় অরবিটাল স্টেশনের বাইরে শূন্যে হাঁটাহাঁটি করেন। নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে শূন্যে হাঁটার এই অভিজ্ঞতা শেয়ার করতে ভুল করেননি তারা। ভিডিও কনফারেন্সে এই অর্জন উদযাপন করেন চীনের মহাকাশ গবেষকরা। তুলে ধরেন নিজেদের অবদানের কথাও।সোমবার চায়না ম্যানড স্পেস এজেন্সি এক বিবৃতিতে জানায়, এটি শেনঝউ-১৩-এর ওই নভোচারীর জন্য মহাকাশ স্টেশনের বাইরে পা রাখার প্রথম ঘটনা। চীনের মহাকাশ গবেষণার ইতিহাসেও এই প্রথম কোনো নারী মহাকাশে হাঁটলেন। পুরো প্রক্রিয়াটি সফলভাবে শেষ হয়েছে।