আগামী বছর ৭ জানুয়ারি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে। যা চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। ৩১ জানুয়ারি কলকাতা আন্তর্জাতিক বইমেলার সূচনা হবে। সোমবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও বইমেলা- এই দুই আয়োজন বাঙালির সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। করোনা সংক্রমণের জেরে গতবার কলকাতা আন্তর্জাতিক বইমেলা আয়োজন করা সম্ভব হয়নি। ফলে মন খারাপ ছিল বইপ্রেমীদের। আর্থিকভাবে ক্ষতির শিকার হতে হয়েছিল প্রকাশকদের।
এবার বইমেলার ঘোষণায় তাই খুশি পাঠক ও প্রকাশকরা। গতবার মেলা না হওয়ার বেদনা উসুলের পালা বইপ্রেমীদের। আর ব্যবসায়ীদের আশা, এবারের আয়োজন থেকে তারা লোকসান পুষিয়ে নিতে সমর্থ হবেন।
২০২২ সালে কলকাতা আন্তর্জাতিক বইমেলার থিম কান্ট্রি বাংলাদেশ।