ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জেসন রয়ের বিশ্বকাপ শেষ
Published : Tuesday, 9 November, 2021 at 12:00 AM
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্যাট করার সময় পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন জেসন রয়। আশঙ্কা করা হচ্ছিল, ওই চোটে রয়ের বিশ্বকাপ শেষ। সেই আশঙ্কাই সত্যি হলো। নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে কঠিন ধাক্কা খেলো ইংলিশরা। পায়ের চোটে চলতি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন এই ওপেনার।
তার জায়গায় ইংল্যান্ডের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার জেমস ভিন্স। রয়ের ছিটকে যাওয়া ও ভিন্সের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ভিন্স রিজার্ভ ক্রিকেটার হিসেবে দলের সঙ্গেই ছিলেন। ২০১৯ সালের শেষ দিকে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন এই অলরাউন্ডার। আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি রয়ের পরিবর্তে ১২টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা থাকা ভিন্সের অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে।
চলতি বিশ্বকাপে আরেক ইংলিশ ক্রিকেটার টাইমাল মিলসও ছিটকে গিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টুয়লেভের ম্যাচে বল করার সময় চোট পান তিনি। মিলস বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় পর তার বদলি হিসেবে স্কোয়াডে ঢুকে পড়েন রিস টপলি।